আমি,
সাব্বির আহমদ রাহিক
খুবই সাধারণ একজন মানুষ। শিক্ষা, সামাজিক পরিচিতি, অর্থনৈতিক অবস্থা সবকিছুতেই অতি সাধারণ।
নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নেই। আশির দশকে সৃষ্টিকর্তার ইচ্ছের ঘুড়ি হয়ে কেমন করে যেন পৃথিবীতে চলে আসি। সঠিক দিন, তারিখ, সময় জানা নেই। কেননা, কেউ তা আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি।
হয়তো সে কারণেই যখন থেকে বুঝতে শিখেছি, ঠিক তখন থেকেই সংঘর্ষ করার অর্থ অনুভব করতে শিখেছি।
অল্প বয়সেই কর্ম জীবনে প্রবেশ করি। খুব একটা সফল হতে পারিনি। তবে চেষ্টা চলমান। সেই চেষ্টার শেষ হচ্ছে কবে, জানার ইচ্ছে ছিল খুব।
স্বপ্ন সবাই দেখে। স্বপ্নকে সফল করার জন্য কার না ইচ্ছে জাগে মনের গহীন কোনে।
তেমনি এক স্বপ্নের ঘোরে যাত্রা শুরু Pro Blogging Advise .Com এর।
কয়েকটা ভোর চলে যেতেই ঘোর ভাঙ্গে বাস্তবতার কষাঘাতে।
এই ব্লগটিকে ঘিরে খুব বেশি কিছু প্রত্যাশা এখন আর নেই।
শুধু টিকে থাকার জন্য চেষ্টা করে যাচ্ছি।
যেমনটা এই ছোট্ট জীবনটাকে যাপিত করে যেতে আমার মতো কিছু মানুষের প্রতিদিন করে যেতে হয়।
আমি তো তাদের থেকে ব্যাতিক্রম কেউ নই।
ব্লগের বিষয়বস্তু নিয়ে কিছু কথা-
আমার এই ব্লগটি নির্দিষ্ট কোন বিষয়কে কেন্দ্র করে বিকষিত করার ইচ্ছে নেই।
সম্ভবত, সেই যোগ্যতাও নেই।
কেননা শুধুমাত্র একটি বিষয়ের উপর ব্লগ লিখতে হলে সেই বিষয়ের উপর যতটুকু জানা বা জ্ঞানের গভীরতা প্রয়োজন ততটুকু আমার নেই।
তাই, এই ব্লগটি নিয়ে অগোছালোভাবে যখন যা মনে আসে, তাই করি। যা ইচ্ছে হয় তাই লিখি বা প্রকাশ করি। ঠিক, নিজের জীবনটাকে নিয়ে যেমন ডিজিটাল বিনোদন করে যাচ্ছি!
হয়তো, ব্লগিং জগতের বিজ্ঞজনেরা আমার এইসব কথাতে কিছুটা হাসির উপলক্ষ্য খুঁজে পাবেন।
যদি তাই হয়, তবে একটু হাসুন না প্রাণ খুলে।
কেননা, মানুষের মুখের এই হাসিটা কেন যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে।
একটি নিষ্পাপ মুখের প্রাণবন্ত, উজ্জ্বল হাসি দেখার জন্য মনটা খুব ছটফট করে।
কি লিখেছি, কেন লিখেছি?
মূলত অনলাইনে আয় ও ব্লগিং শুরু করার বিভিন্ন পদ্ধতি নিয়ে কিছু লেখার চেষ্টা করেছি।
শুরুটা করেছিলাম “কিভাবে ব্লগ তৈরি করে অনলাইনে আয় করা যায়?” লেখাটি প্রকাশ করে।
এরপর লিখলাম কিভাবে একটি ওয়েবসাইট খোলা যায়?
বৈচিত্রের প্রয়োজনে ওয়ার্ডপ্রেস কি, কেন শিখব এবং ওয়ার্ডপ্রেস শিখে কিভাবে আয় করা যায়? লেখাটি ঠিক তার পরপরই প্রকাশ করি।
লেখাগুলো প্রকাশের পর নিজেকে একটু সময় দিলাম। ভাবনাগুলো গোলমেলে, গন্তব্যহীন পথে এগিয়ে যাচ্ছিল।
অনেকদিন সময় নষ্ট করার পর সিদ্ধান্ত নিই, শুধুমাত্র নিজের জন্য না লিখে এমন কিছু লিখব যা অন্যের মনেও প্রশ্ন তোলার কারণ সৃষ্টি করবে।
জীবনকে নতুন করে একটি সুযোগ দেয়ার প্রেরণা যোগাবে।
যে ভাইটি বা বোনটির পেটে ক্ষুধা প্রচণ্ড কিন্তু পরিবেশ পরিস্থিতির চাপে তার মৌলিক অধিকারটি পাবার জন্য মুখ ফুটে চাইতে পারছেনা, তার ক্ষুধা নিবৃত্তির জন্য প্রয়োজনীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
সেই ভাবনা থেকেই লিখতে বসে কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করে অনলাইনে আয় করা যায় লেখাটি লিখে ফেললাম। চেষ্টা করে যাচ্ছি, যাতে ভবিষ্যতে এমন কিছু আরো লিখতে পারি; যাকিনা প্রকৃত অর্থে কারো কিছু কাজে আসতে পারবে।
একই উদ্দেশ্য নিয়ে অন্যান্য যে সকল লেখা এখন অব্দি এই ব্লগে প্রকাশিত হয়েছে-
- কিভাবে ফ্রিলান্সিং করে আয় করা যায়?
- গুগল অ্যাডসেন্স থেকে টাকা আয় করার নিশ্চিত উপায়।
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে আয় করার উপায়।
- ফেসবুক থেকে আয় করার কার্যকর কিছু উপায়।
- আর্টিকেল লিখে অনলাইনে আয় করার নিশ্চিত উপায়।
যে বিষয়গুলো নিয়ে এখানে লিখেছি, সে সম্পর্কে পৃথিবীজুড়ে অনেকেই হয়তো ইতিপূর্বে অনেক কিছুই লিখেছেন।
আমি হয়তো নতুন কোনো তথ্য যুক্ত করতে পারিনি।
নতুন বোতলে পুরনো সুধা জাতীয় কিছু একটা হয়তো হয়েছে।
তবুও লিখছি- নিজে যতটুকু জানি বা বুঝি, তার সবটুকু উজাড় করে।
এই আশায়- যদি কখনো কোনদিন কেউ না কেউ কিছু না কিছু পড়ে বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন।
আপনি যদি আমার এই প্রচেষ্টার অংশ হতে চান তবে যুক্ত হতে পারেন এই ব্লগের লেখক সদস্যদের একজন হিসেবে।
আপনার সেরা লেখাগুলো ইমেইল করুন rahiq [@] probloggingadvise.com ঠিকানায়।
লেখা প্রকাশের শর্তসমূহ জানতে আমাদের জন্য লিখুন – Write For Us – এই লেখাটি পড়ে দেখতে পারেন।
সাম্প্রতিক প্রকাশনা সমূহ –
- চাকরি খোঁজার সহজ উপায়আপনি যদি চাকরির সন্ধানে থাকেন তাহলে চাকরি খোঁজার সহজ উপায় গুলো এখনই জেনে নেওয়া দরকার। কারন চাকরি পাওয়া যতটা কঠিন চাকরি খোঁজাটাও কিন্তু ততটাই কঠিন। আর কোথায় গেলে কোন চাকরি পাবেন, কখন আবেদন করবেন, কিভাবে করবেন? এসব প্রশ্ন তো থাকছেই।
- মেয়েদের ঘরে বসে আয় করার উপায়ঘরে বসে আয় করার উপায় খুঁজছেন? আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। শুধু আপনি নন! প্রতিদিন, প্রতিনিয়ত অসংখ্য মানুষ ঘরে বসে আয়ের সুযোগ খুঁজছেন। আমরা আজ তেমনি মেয়েদের ঘরে বসে আয় করার কিছু উপায় নিয়ে হাজির হয়েছি।
- অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলাফলএকবিংশ শতাব্দীতে এসে মোবাইল ফোন আমাদের সার্বক্ষণিক সঙ্গী হয়ে গেছে। মোবাইল ফোন নেই এমন মানুষের সংখ্যা খুবই কম। মোবাইল ফোনের সাম্প্রতিক এই সহজলভ্যতা হয়তো অনেকের জন্যই তেমন কোনো সমস্যার বিষয় নয়। তবে সবকিছুরই ভালো এবং খারাপ দুইটি দিক আছে। মোবাইল ফোনও তার ব্যতিক্রম নয়।
- জীবনে সফল হতে চাইলে এই ৫টি বিষয় অবশ্যই মাথায় রাখুনআমরা অধিকাংশ মানুষকে বলতে শুনি- “জীবনে সফল হতে চাইলে অনেক বেশি পরিশ্রম কর”। তবে সফল ব্যাক্তিদের জীবন পর্যালোচনা করলে দেখা যায় তারা পরিশ্রমী হওয়ার পাশাপাশি কৌশলিও ছিলেন। সফল হওয়ার জন্য গাঁধার মতো পরিশ্রম করলেই হয় না, সঠিক দিকনির্দেশনা মেনে পরিশ্রম করতে হয়।
- মোবাইল ফোন আসক্তি দূর করার ৫টি সহজ কৌশলপৃথিবী যতো আধুনিকায়নের দিকে অগ্রসর হচ্ছে, মোবাইল ফোনের উপর মানুষের নির্ভরশীলতা ততো বেশি বৃদ্ধি পাচ্ছে। এ কথা নিঃসন্দেহে মানতে হবে যে- মোবাইল ফোন আমাদের জীবনধারাকে অনেক বেশি সহজতর করে দিয়েছে। তবে এই আশির্বাদ ধীরে ধীরে অভিশাপে রূপ নিচ্ছে। আমরা সেটাকেও অগ্রাহ্য করতে পারি না!